বিপিন চন্দ্র পাল
জন্ম-মৃত্যু : ১৮৫৮-১৯৩২
বিপিন চন্দ্র পাল (১৮৫৮-১৯৩২) জন্মস্থান- পৈল, হবিগঞ্জ।
• প্রেসিডেন্সি কলেজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিপিন চন্দ্র পাল ছিলেন বিশ্বের বাগ্মি নেতা, অখন্ড ভারত আন্দোলনের প্রথম সারির নেতা। তার লিখিত ২৫ টির ও বেশি বই বিশ্বের প্রধান বিশ্ববিদ্যালয় গুলোতে পড়ানো হয়। বিপিন পাল ১৮৫৮ খ্রি. ৭ নভেম্বর হবিগঞ্জ সদরের পৈল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সিলেটের প্রাইজ স্কুল, হিন্দু বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও ধর্মতত্ত বিষয়ে লেখাপড়া করেন। তাঁর প্রচেষ্টায় ১৮৭৭ খ্রি. কলকাতায় শ্রীহট্ট সম্মিলনি স্থাপিত হয়। ১৮৮০ খ্রি. প্রকাশ করেন সিলেটের প্রথম বাংলা সংবাদপত্র পরিদর্শন। এছাড়া তিনি বেঙ্গল পাবলিক অপিনিয়ন, স্বরাজ, সোনার বাংলা, হিন্দু রিভিউ, ইনডিপেনডেন্ট, ডেমোক্রেট, হিন্দু রিভিউ সহ অনেক পত্রিকায় সাংবাদিক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৮৮০ খ্রি. সিলেটের মুফতি স্কুলের ভগ্নাংশ নিয়ে সিলেট জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।